আমার সব ভালো তুমি নিয়ে নাও,
তোমার সব খারাপ আমার বুকে ঢেলে দাও।
ওই খারাপের মধ্যে আমি ভালো খুঁজে নেবো-
শ্বাস গ্রহণ করে বাঁচতে শিখবো।


বিদ্যুৎ চমকায় জীবনে বহুবার,
সূর্যের আলো দেখলাম এই একবার, প্রথমবার।
তোমারও কী তাই? জানি না, জানতে চাইও না।
তোমার অতীতে যাই থাক না কেন, এখন তোমার হাত ধরেই
আমি বেঁচে থাকতে চাই- এটা শুধু হাত ধরা নয়,
এক সাথে পথ চলা- রাজপথ নয়, সময়ের কাঁটায় লেখা
কাঁকর বিছানো পথ। তোমার বর্তমান নিয়েই আমি ভবিষ্যৎ গড়বো।


এখন রোজ ভোরে সূর্যোদয় দেখি-
আকাশের কপালে লাল রং, তোমার কপালেও-
এর দাম শ্রদ্ধায়, বিশ্বাসে, একত্ববোধে...


সিঁদুর অস্বীকার করে আমি নিজেকে ঠকাতে চাই না,
তোমাকে ঠকাবার প্রসঙ্গ এখানে আসছে কীভাবে ?


নারী তুমি অজেয়- তোমার রূপের কাছে নয়,
তোমার সত্তার কাছে আমি হার মানলাম।
তোমাকে হারিয়ে দিয়ে আমি নিজে হেরে যেতে চাই না কখনো-
তোমার কাছে হেরে যাওয়াই আমার জিত।


প্রত্যেক মানুষ একা থাকতে চায়
কারণ একা থাকলেই শান্তি আসে।
দোকা হওয়ার জ্বালা প্রচুর, এটা যেমন সত্য কথা,
আরো একটা সত্য কথা আছে-
প্রত্যেক মানুষই অর্ধনারীশ্বর।