জীবনটা জলের মতো-
কোথাকার জল দাঁড়ায় কোথায় গিয়ে!
মনে হল
এদিক দিয়ে যাই,
সামনে পাথর,
এখন পথ পাই কোথায়?
পথ সে খুঁজে নেয় ঠিক-
সে থেমে থাকার পাত্র নয়:
বয়ে চলা তার ধর্ম।
সে বইতে থাকে আপন মনে,
আপন ওজন বুঝে-
যাকে যেখানে মানায়:
সে নিজে জানবে কি করে আগে থেকে?
বয়ে চলে স্রোত সমুদ্রের সন্ধানে-
নোনা জল এখানে আত্মোপলব্ধি,
অর্থাৎ যেখানে জীবন শেষ নয়,
কেবল সময়ের পথে বিলীন-
সময়ের সাথে চলার পরেই যা পাওয়া যায়।
রাজা প্রজা সবাই একই আবেগে শেষ
জন্মের তফাৎ আকাশ পাতাল থাকলেও,
মাঝে কেবল শোষণ শাসনের টানাপোড়েন
আর হার জিতের কুটিল খেলা।
আমি রাজা নই, নই প্রজা,
আমি নিজের শাসক, নিজের শোষক,
নিজের জায়গায় ঠিক।
নিজের পথেই জমাই পাড়ি,
নিজের সত্তায় অটুট।