কাজীর আইন অমান্য, অহিংস অসহযোগ, হরি নাম |
চৈতন্য নামে মুগ্ধ এই ধরা ধাম ||

তৃণের ন্যায় নম্র, সহিষ্ণুতা গাছের শিকড় |
দানের বদলে প্রতিদান নয়, পতিত সত্তার উত্থান অমর ||

ক্ষোভ থেকে শাস্তি নয়, করুণা থেকে ক্ষমা |
সুরক্ষিত বেদ বেদান্ত ভগবৎ- ডাল কাটলেও গাছ ছায়া দেয়: প্রভুর উপমা |

ভক্তিবাদে ভক্ত বিলীন |
সাহসী প্রদান করেন ভালোবাসা, বীরের ক্ষমা, তাঁর পাদপদ্মে দীনহীন ||

কলি কালে পাপাচারে পূর্ণ ধরা |
নাম গানে ফুটবে স্বেতপদ্ম- কোমল হবে খরা ||

সারা ভারত ধ্বনিত হল, পতিত সত্তার ভিড় |
সমুদ্রমন্থনের অমৃত শুষিতে জনারণ্যে কাঁপে সমুদ্র তীর ||

ব্রাহ্মণ চণ্ডাল মিলেমিশে একাকার- মানুষ সবার উপর |
মহাপ্রভুর মহাচেতনায় গৃহহারা বাঁধে ঘর ||

তারুণ্য হল ঢেউ, যার শেষ নেই |
হৃত্স্পন্দনে তাঁর নাম, তুচ্ছ জীবনে অশেষ গাই ||

চলবে