বড়দার সংসার টানবেন বলে
বিয়ে করেননি সেজ ভাই ভরত।
সবিতা গেল কোথায় চলে...
ছোট ভাইয়ের বিয়েতে মুখরিত আজ শরৎ।


সবিতাকে ভালোবেসেও ভালোবাসেননি
কিন্তু কী পেলেন প্রতিদানে?
সব ভাই দোকা হলেন কিন্তু ভরত হাসেননি।
হৃদয়ের আঁধার রাত উঁকি মারে মনে!


নিজেকে ভাবেন কলির ভীষ্ম-
দাড়ি রাখেননি অকারণে।
জীবনে শুধুই দৃঢ়তা, নিখোঁজ হর্ষ।
সংসার নেই, ভাইপো ভাইঝিরা কী হবে সাথী মরণে...