কাঁপে কৈলাস, দোলে দুনিয়া,
জেগে ওঠে মরা, ছাই যায় উড়িয়া...
বাবাঠাকুর নাচেন গো!
শিব...ও...শিব...ও!


গাঁজার ধোঁয়া, ভানের গন্ধ,
সাপের ফসফস, নন্দীর তাল ছন্দ...
বাবাঠাকুর মাতেন গো!
শিব...ও...শিব...ও!


হাতে ত্রিশূল, মাথায় জটা,
কোমরে বাঘছাল, নিয়ে ডুগডুগিটা...
বাবাঠাকুর বাজান গো!
শিব...ও...শিব...ও!


গণেশের ঘুম নেই, উমার মাথা ব্যথা,
ঘরে হইচই, শান্তি আর কোথা...
বাবাঠাকুর এবার চুপ করেন গো!
শিব...ও...শিব...ও!