এ কেমন কথা?
তুমি বললে হ্যাঁ
আবার না!
তুমি দিলে স্বীকৃতি
তোমার দ্বারাই হলো ক্ষতি।
মানতে চাই চোখ বুঝে, ‍নিরবে নিশ্চুপে
তবুও মানতে পারিনা, মানা যায়না।


এ কেমন কথা?
স্বীকার করলে সব
আবার বল অসম্ভব!
করবে বলে কর প্রতীজ্ঞা
পরে দেখা যায় সবই মিথ্যা।
যখনই দোষ ধরি
হাত জোড় করে বল সরি।
মানতে চাই চোখ বুঝে, ‍নিরবে নিশ্চুপে
তবুও মানতে পারিনা, মানা যায়না।


এ কেমন কথা?
কথা দিলে রাখবে বলে
ক্ষাণিক পরেই তা যাও ভুলে।
বলেছো মুগ্ধ করেছে তোমায়
সরলতা আমার
সে মুখেই বললে আবার আমি স্বার্থপর।
মানতে চাই চোখ বুঝে, ‍নিরবে নিশ্চুপে
তবুও মানতে পারিনা, মানা যায়না।


এ কেমন কথা?
জেনেও ভান ধরো, যেনো বুঝোনা
যতটুকু ভেবেছি, তুমি ততটুকুনা।
ভেবেছিলাম সহজ সরল, তুমি নিঃসঙ্গ
তাইতো করেছিলাম রঙ্গ
রঙ্গ হলো সত্য।
তুমি হলে আমার মিত্র।
তাই চাই মানতে সব চোখ বুঝে,
নিরবে নিশ্চুপে
তবুও মানতে পারিনা, মানা যায়না।


ভালো লাগেনা  তোমার অবহেলা
ওগো সখি, করি মিনতি-
একটু খেয়াল কর আমার প্রতি।
কি করে বুঝাবো, তোমায় অনেক ভালোবাসি
এত অবহেলা কর
তবুও তোমার কাছেই ছুটে আসি।
তবুও তোমায় ভালেবাসি।
ভালোবাসি তোমায়।
------------------


(রাত: ০১:১৭ টা
২৬-০৯-২০১০ ইং
রোজ রবিবার)