আমার প্রতি কিসের এত আক্রোশ
কেনো দিলো আমায় লাঞ্ছনা বেশ?
সুহৃদ এর গুণকীর্তন করে হয়েছি হতমান
অত্যন্ত দুঃখ - কষ্ট দিয়েছে সে ইনাম।
খেলাৎ দিয়েছে অযাচিত বেশ বিদ্বেষ
অবুঝ এই মনটাকে করে দিল শেষ।
ও স্বতঃই হয়েছে আমার প্রতি রুষ্ট
জানা ছিলনা উদ্ধত-এ ও এত দক্ষ।
থেকে ওর সাথে জীবন হয়েছে তমোময়
জানিনা কেন সে আমার প্রতি রুষ্ট অতিশয়।
বখশিশ দিয়েছে সে আমায় বহু দুঃখ
সবই ধারণ করে আছে আমার এ বক্ষ।
হয়ে গিয়েছি আমি বেজায় নিস্তেজ
আমার মাঝে নেই আর সেই আমেজ।
হরদম বিমর্ষ চিত্তে থাকি নির্বাক
জানা ছিলোনা ও যে এত বড় ঘাতক।
এখন আমার মনের নিষ্পাপ সমুদ্রে
জন্মেছে দুঃখের অনেক বিল
তাইতো জীবনের হিসেবে এত গরমিল।


(২০০৭, ফেনী।)