ধরিত্রী দশভুজা তুমি
তুমি হে নারী,
জন্ম নিয়ে ধরণী মাঝে
দাও বিচিত্র জীবন পাড়ি।


মেয়েরূপে অানন্দ দাও
স্ত্রীরূপে সুখ,
মাতৃরূপে ছায়া দাও তুমি
বিজিত করিয়া দুখ।


রূদ্ররূপে দূর্গতিনাশিনী
প্রেয়সীরূপে প্রেমময়,
বিপদে অাপদে সহায় তুমি
মাতৃরূপে কর জয়।


দুহাতে কর দশহাতের কাজ
সামলাও সবদিক,
অশান্তিকে দূরীভূত করে
শান্তিকে অানো ঠিক।


পুরুষকে দাও শান্তির পরশ
কাপুরুষকে কর বীর,
অসুরকে তুমি পরাজিত করে
গড় শান্তির নীড়।


খেলতে খেলতেই ছেড়ে যাও তুমি
বাবা মায়ের ঘর,
পরকে তুমি আপন কর
আপনকে কর পর।


নিজ বলতে নেই কিছু তোমার
সবকে কর আপন,
ধরিত্রী মাঝে দশভুজা হয়ে
তুমিই কর যাপন।।