মায়াবী ওই মুখটি তোমার, দেখতে লাগে ভালো,
তাই তো তোমায় ভালোবেসে, নাম রেখেছি আলো।
তোমার রুপের তুলণা, করিতে নাহি পারি,
বলোনা বন্ধু তুমি, মানুষ নাকি পরি?
পরি হলে যেতে তুমি, অনেক দূরে চলে,
তখন যেতে আমায়, বন্ধু তুমি ভুলে।
তোমার জ্ঞানের কথা, কি আর বলবো আমি?
সকলের মাঝে সেরা, গুনে হয়েছো তুমি।
আজ আমি যাই বন্ধু, আছে অনেক কাজ,
তোমার কাছে আসলে কেন, লাগে এতো লাজ?