ব্ছর ঘুরে নতুন করে, এলো আবার ফিরে,
পিছন ফিরে তাকালে না, বলনা কিষের ভিরে?
তোমার মনে আমি, এমন কি দিলাম ব্যথা?
যে জন্য আমায় তুমি, করে দিলে একা?
জানি না কি অভিমান, রেখেছো মনের মাঝে,
তোমায় ছাড়া মন, বসেনা কোনো কাজে।
বন্ধু তুমি আসোনা ফিরে, বাসোনা আবার ভালো,
তুমি আমার জানরে বন্ধু, দুনয়নের আলো।
হতেই পারে ভুল কিছু, করে ফেলেছি আমি,
পারনা একটু ক্ষমা, করে দিতে তুমি!
কটি ব্ছর ঘুরলো তবু, ঘুরলো না তোমার মন,
পারলাম না হতে আর, তোমার প্রিয়জন ।