চলতে গিয়ে অভিজ্ঞতা সকাল থেকে রাত,
মাঝপথে ছেড়ে দেয় দূর্বলের হাত।
আরো কতো দেখলাম ছোট এই জীবনে,
কাছের লোকও পাল্টে যায় টাকার গরমে।
বন্ধু বলতে এজগতে দেখলাম আমি ছাই,
একটু বাতাশ আসলেই যা উড়ে হয় নাই।
চলতে গিয়ে হচট খেয়ে পড়লাম কতো বার,
উঠে দাঁড়ানোর নতুন করে সপ্ন দেখলাম আবার।
এজীবনেই এত কষ্ট যাহার মনে ভাই,
তার তো আর কষ্ট পাওয়ার কোনা ভয় নাই।