খোলা জানালার ভিতরে তুমি, বাহিরে আমি একা,
ঝড় বৃষ্টির মাঝেও যে তুমি করতে বললে দেখা।
অন্ধকার এই রাতের মাঝে নিভে গেলো বাতি,
বাহিরেই দাড়িয়ে একা হলে না তুমি সাথী।
একা একা মশার কামড় খেয়ে হলাম কাত,
জানি তুমি আসবেনা এখন অনেক রাত।
বৃষ্টির মাঝে দাড়িয়ে দেখলাম তোমার মুখ,
তুমি তো জানো না এতে মিলেছে কী সুখ!
ভিতর থেকে বন্ধু তুমি বাড়িয়ে দিলে হাত,
কথা দিলে তুমি বন্ধু থাকবে আমার সাথ।
সে আশাতেই বৃষ্টি ভিঝে ফিরি আমার বাড়ি,
আজকের মতো বন্ধু তোমার হাতটি যে ছাড়ি।