তুমি নারী, তুমি মহান,
তুমি জগৎ রহস্যের ধারা,
চিরনূতন! সৃষ্টির অদ্ভুত সুচনা,
তুমি প্রতিচ্ছবি সারা।


সৃজনশীল হৃদয়ের ধুমকেতু তুমি,
গোপন মেরুদন্ড,
অজানা ভাবনার অসীম মায়াজাল,
জলরাশির স্তম্ভ।


প্রেমময় নীলিমার, বট বৃক্ষের ছায়ার,
তুমি হৃদয় মূলে,
সমাজের কোমল, অথবা প্রবল,
নারী সান্ত্বনা সকলে।


বিদ্যা নারীর চির স্বত্বের নাম,
মাতা মমতা, সর্গের সমান,
দীর্ঘ ইচ্ছার পথে, চলে সকলে,
তুমিই মাতৃ ধর্মের প্রান।


অজানা রহস্যের অদৃশ্য অঞ্চলে,
তুমিই সর্বত্রান,
অজ্ঞাতের সাগরে, সাহসী যাত্রী তুমি,
দিয়েছো সকলে জ্ঞান।


নারী, তুমি সত্যের প্রতীক, জ্ঞানীর অধিক,
মাতামহ জগৎ জননী,
প্রেমের মধুর গানে, কবিতার কবিত্বে,
তুমিই কান্ডারীর ধরনী।


তোমার দেখানো আলোর পথে চলা,
প্রতিদিনের সফল কর্ম,
মহা প্রবাহের নীলিমা স্তর তুমি,
তুমিই জগৎ সৃষ্টির ধর্ম।


===========