তোমার শহরে আজ ঘুরে ঘুরে খুঁজেছি বহুবার,
নতুনের ভিড়ে, মনের গহিনের পুরানো কামনার!
চন্দ্র মাসের চাঁদের শহরে খুঁজেছি অনেক তোমায়,
মায়াবী আলোয় হারিয়ে যাওয়া, ছন্দ কবিতায়।


ভীরু ভীরু পায়ে হেঁটে চলা জনসমুদ্রের মাঝে,
খুঁজেছি তোমায়, বেলা অবেলায় জীর্ণ শীর্ণ স্বাজে।
ছুঁয়ে দেখার অতৃপ্ত নেশায়, কম্পিত মৃর্দুলয়ে..
বাড়িয়ে দিয়েছি হাত দুটো অগ্রে, তোমার স্পর্শে।


প্রভাতের আলোয় উজ্জ্বল সব, প্রকৃতি জেগে উঠা,
জেগে উঠে, ব্যস্ত শহর সব, তুমি, আমি, আমরা।
ব্যস্ত শহরে, বাস্তব মেলায়, দেখে দেখে সব শিখে,
কর্ম চলায়, বেলা অবেলায়, খুঁজেছি তোমাকে!


খুঁজেছিলাম তোমায়, সাদা কাগজের পৃষ্ঠা জুড়ে,
ভালোবাসাময় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ছন্দ মিলনে।
কাছে আসার, পাশে থাকার, প্রিয়তার স্বাজে,
নতুন সৃষ্টির উল্লাস জুড়ে, শব্দ মালার মাঝে।


তোমার শহরের স্বপ্নগুলো দিনের আলোতে বিবর্ণ!
আমি তখন, অমাবস্যার অন্ধকারে খুঁজেছি তারুণ্য।
যা ফেলে এসেছি অন্ধকারে, জীবন পথের প্রান্তে...
চলছে জীবন, মায়া মহুয়ার, অতল অথৈ স্রোতে।


হারানোর সুরে খুঁজে ফিরি আজও অমোঘ অচেনা ধুন,
অজানার মাঝে হাতড়ে ফিরি, কোথায় হারালো এ মন!
অজানা বেশ পুরনো অদেখা তোমার পথের প্রতীক্ষায়,
আজও মনের নৌকায়, মাঝি একা, তোমার অপেক্ষায়।


==========