অশান্ত মনে হাজার অজানা বেদনা,
ভাঙা স্বপ্নের অধীর সুরের আরাধনা।
বৃষ্টির ঝড়ে বুকে ক্ষুদ্র প্রশ্নের বাঁধন,
অন্ধকারে চোখের অকারণ পিড়ন।


পাখির গানে ভরা আকাশ বাতাস,
হারিয়ে গেছে হৃদয়ে অধরার বাস।
মেঘের ছায়ায় পুরনো স্মৃতিরা বিষণ্ণ,
অসহায় মনের অশ্রুতে ভাসে এখনও।


সমুদ্রের তরঙ্গে লুকিয়ে থাকা উচ্ছাস,
আশা নিয়ে সুখের নৌকা লক্ষ্যের প্রয়াস।
অস্তিত্বের অমিল চালাকির সন্ধানে,
অনিশ্চয়তায় আবর্জিত নিরব অনুভবে।


প্রশ্ন হাতে হারিয়ে চলা জৈবনিক চারণে,
মিথ্যে আশায় চলা পথের, হতাশার লগ্নে।
অন্ধকারে সন্ধ্যার শেষে অপেক্ষায় বসা,
বেদনার আলোয়, ভেসে নিয়ে যায় সহসা।


==========