পথের পর পথ হেঁটে চলেছি
জানিনা কি আছে পথের শেষে
বদলের রঙ মেখে চলেছি
জানিনা কবে শেষ হবে এই রঙের নেশা
পথের শেষটা না আমি জানি না তুমি
তবুও,পথের চারপাশে সাজানো নানান পসরা গুলো গুছিয়ে রাখছি যত্নে
কেউ কেউ ভীর জমিয়েছে সেখানেই
কেউ চলেছে শেষের খোঁজে
রাত হল,
যারা একসাথে চলছিল
হাত ছেড়ে দিল
তুমি থেমে গেলে
পথের শেষে থামতে তো একদিন হবেই
তোমাকেও আমাকেও
তাও তোমার আমার লড়াই চলবে
পথ দখলের লড়াই পথ শেষের অপেক্ষা