যখন এই ছোট্র দেহ ঘরের মনটা
স্বার্থপর হয়ে উঠে আমাকে ভুলে যাই,
তখন একাকী ঐ নির্জন পথ ধরে হাটতে হাটতে চলে যাই অজানা কোনো প্রশান্ত শান্তির খোঁজে,
মনে হয় যেন ঐ পথে প্রতিটা কদমে আমি শান্তি খোঁজে পাই।


আজ ও মনটা প্রচন্ড স্বার্থপর হয়ে
উঠেছে একটু ও মায়া হয়না আমার প্রতি,
আজ মনের আঙ্গিনায় আগমন হয়েছে পেলে আসা অনেক স্মৃতি।


আমি যেন তার কাছে অচেনা কেউ পেলে আসা দিন গুলো শত জনমের শৈশবের
আপন জন।


তাই আজি স্মৃতির ডায়েরী খুলে আনন্দে মেতে উঠেছে তারা আমি ও ছুটে গেলাম
একটু আনন্দ পাওয়ার আশায়।
তারা আমায় তাড়িয়ে দিল নির্লজ্জ
বলে,
বেহায়া বলে গালি ও দিল নিরুপায় হয়ে
চলে গেলাম প্রশান্তির খোঁজে নির্জন
পথে।


খড়ম খানা টক টক আওয়াজ তুলেছে হর্সের মতো,
এই পথে খোঁজে পাই অজস্র শান্তি শত শত।


দীর্ঘ সময়ের ব্যবধানে একজন করে কৃষকের দেখা মিলে,
প্রশ্নজাগে মনের কাছে স্বার্থপর হয়ে
কি শান্তি তুমি খোঁজে পেলে?
আমি চলি আর চলি অজানা কোনো প্রশান্ত শান্তির খোঁজে
গায়ের নির্ঝর দেপান্তরে।