বিদায়ের বাণী লিখিলাম আজি
অশ্রু সিঁক্ত নয়ন জলে,
চলে আজি যেতে হবে স্কুল
জীবনকে ভুলে।


চলে যেতে নাহি চাই
তবু যেতে হয়,
ছাত্র জীবনে সবারই আসিবে এ সময়।
আজি বিদায়ের বেলায়
কেঁদে উঠে মন,
জাগিয়ে তুলে অন্তরে ব্যথার ক্রন্দন,
আঁখি আজি অশ্রু ঝরায় ঝর্না ধারার মতন।


স্নেহ মায়া মমতায় ছিল মোদের ছাত্র জীবন,
শিক্ষাগুরুদের শিক্ষার আলোয়
আলোকিত করেছিল মোদের ভুবণ।


সে ভুবনে স্মৃতির পাতা পিছু ফিরে চায়,
সারা জীবন থাকিতে চেয়েছি তাদের স্নেহ
শাসনের মমতায়।


বড়ভাই বোন বলে যারা করিত সম্মান,
আজি নয়ন জলে করিছে তারা বিদায় দান।


বিদায় দিয়েছে তারা নয়ন জলে,
ফিরিবনা আর এই বিদ্যালয়ে ছাত্রের ছলে।
শিক্ষাগুরু ছেলে বলে ডেকে নিবেনা বুকে,
বিদায়ের বেলায় কেঁদে মরি ধূকে ধূকে।


করিও প্রার্থনা মোদের জন্য প্রভুর
তরে,
যেন সফলতা এনেদিতে পারি ফুলে ফুলে ভরে,
আজি সশ্রদ্ধ সালাম জানায়
শিক্ষাগুরুদের তরে।


উত্‍স্বর্গ-২০১৫সালের সকল এস এস সি পরীক্ষার্থী।