-সৌরভহাসানশিবলু


বিষন্য বেদনার তরে তোমায়
চেয়ে চেয়ে হাসি,
হ্নদয়ে রক্তক্ষরণ
নিয়ে হাসি মুখে বলি তোমায় ভালবাসি।


শত বেদনা জর্জরিত মনে,
চলি একা একা বিষন্যক্ষণে।
হারিয়ে যাই ধূয়াশার মত ধূমকেতুর মত
ফিরে ফিরে আসি,
হ্নদয়ে রক্তক্ষরণ
নিয়ে হাসি মুখে বলি তোমায় ভালবাসি।


দেহের প্রতিটা কোষে লোমের গোড়ায়
জমে আছে ক্রন্দন রাশি,
হারিয়ে যাই ধূয়াশার মত ধূমকেতুর মত
ফিরে ফিরে আসি
হ্নদয়ে রক্তক্ষরন
নিয়ে হাসি মুখে বলি তোমায় ভালবাসি।


জ্বালায় জ্বালিয়ে রাখে হ্নদয়ের
অব্যক্ত সুরের ক্রন্দন,
দুঃস্বপ্নের আড়ালে হারিয়ে যাই হ্নদয়ের
ভালবাসার বন্দন।


আমি ধূয়াশার মত হারিয়ে যাই ধূমকেতুর
মত ফিরে ফিরে আসি,
দুঃস্বপ্নে হারিয়ে গেছে ভালবাসা...
তারপরে ও বলি হাসিমুখে তোমায়
ভালবাসি।


লেখক-সৌরভহাসান(শিবলু)
প্রকাশকাল-২৭/ ০১/২০১৫ইং