গত বছর পাখি ছিলো
এবার কিরণ মালা,
মা-বোনেরা প্রতি বছর
পাকায় নতুন জ্বালা।


কেমন করে স্বর্গ ছেড়ে
নরকের পথ ধরে,
অকারণেই জামার জন্য
বোন-বধূরা মরে।


আমার আকাশ জুড়ে কেনো
ভিন দেশীদের তার,
কুঁড়ে খাচ্ছে সমাজ-রাষ্ট্র
সুখেরও সংসার।


বোন-বধুরা আজকে কেনো
স্বামীর সেবা ভুলে,
রিমোট নিয়েই ব্যাস্ত থাকে
গিট্টা লাগায় চুলে।


মন্ত্রনা টা পাচ্ছে কোথায়
করতে পরোকিয়া,
পাশের বাড়ির ভাতিজাটা
পালায় চাচি নিয়া।


শিখছে কোথায় ছোট্ট দেবর
বলছে ওগো ভাবি,
তোমার কাছেই আছে জানি
আমার সুখের চাবি।


ছি: ছি: সমাজ ধ্বংস হলো
বন্ধ করো সব,
নইলে কিন্তু খবর আছে
রেগে যাবেন রব।


বন্ধ করো এদেশ থেকে
সাংস্কৃতির সন্ত্রাস,
মা-বোনেরা করবে না হয়
জাতীর সর্বনাশ।