আমি কোন চুক্তি করিনি, চুক্তি
ভঙ্গের দায় নেই;
মুখোশে মুখোশে পৃথিবী সজ্জিত করার
কোন ইচ্ছে নেই ।

সত্যের গর্ভ থেকে
বেরিয়ে যাবার উপায় তো নেই;
মিথ্যের ঠোটে চুম্বন শেষে
নিশ্চিন্ত ঘুমের আকাঙ্ক্ষা নেই ।

সঙ্গমের ইচ্ছেয়
সমাজকে বিবস্ত্র করিনি;
মানুষের মাংসের শিক কাবাব
খেতে লালায়িত থাকিনি।

নির্লজ্জ লিপ্সায়
অন্যের বাড়া ভাতে ছাই দেই নি;
দুঃসময়ে মাথায় হাত বুলিয়ে
সাম্বা নাচে উৎফুল্ল থাকিনি।

পৃথিবীর সাথে আলিঙ্গন করার
চুক্তি করিনি;
যখন তখন ছেড়ে যাবার
ভয়ে, বার বার মরিনি ।

মে ১৪, ২০১৮
কক্সবাজার