সত্যেন্দ্রনাথ দত্ত

Satyendranath Dutta

সত্যেন্দ্রনাথ দত্ত
জন্ম তারিখ ১১ ফেব্রুয়ারি ১৮৮২
জন্মস্থান নিমতা, কোলকাতা, ভারত
মৃত্যু ২৫ জুন ১৯২২

সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta) একজন বাঙালি কবি ও ছড়াকার। তিনি ছন্দের যাদুকর বলে বিখ্যাত। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম জন্ম ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি নিমতা গ্রামে। তার পৈতৃক নিবাস বর্ধমানের চুপী গ্রামে। পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। সত্যেন্দ্রনাথের কবিতায় নানা ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদকর্মও করেছেন। সত্যেন্দ্রনাথ কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স (১৮৯৯) এবং জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশন (বর্তমান স্কটিশ চার্চ কলেজ) থেকে এফএ (১৯০১) পাস করেন। কিন্তু পরে বিএ পরীক্ষায় অকৃতকার্য হন। (উৎসঃ উইকিপিডিয়া)


Poetry RSS

এখানে সত্যেন্দ্রনাথ দত্ত-এর ২১টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
শিরোনাম
মন্তব্য
১৯
৫৫
১৯
২৪
৩১
২৪
১৬
১৭