তুমি ছিলে থাকবে হৃদয় মাজারে,
বুকের পিঞ্জরে ভাষণের খঞ্জরে,
পরাধীন তেপান্তরে স্বাধীনতার রূপান্তরে-
তুমি ছিলে থাকবে, তুমি আছো।


তব- তোমার স্মরণে শ্রদ্ধার্ঘ্য প্রণাম চরণে -
সঁপি মনোবাঞ্জা,তনু, মুক্তাকাশের রঙধনুতে,
সাজো সাতরঙা রঙে ভাস তাঁরার'ই সঙ্গে।
তুমি ছিলে থাকবে, তুমি আছো।


এসো, ফিরে এসো প্রাণোচ্ছ্বাসে হাসো
জ্বালাময়ী ভাষণে জাগ্রত নব প্রাণে,
সেই বলিষ্ঠ হুঙ্কারের চিরচেনা ধ্বনিতে।
তুমি ছিলে থাকবে,তুমি আছো।


আইয়ুবের শাসন করেছিলে সমূলে উৎপাটন।
আপোষহীন নেতা বলেই তুমি অদ্য জাতির পিতা,
এ যে আমদের গর্ব আমরা করবো না খর্ব।
তুমি ছিলে থাকবে, তুমি আছো।


নৃশংস পনেরই আগষ্ট বর্বরোচিত এ অনিষ্ট,
আজন্ম অপূরণীয় ওরা পাপী, নিন্দনীয়।
ধিক্কার ওদের ধিক্কার তোমায় চাই বারংবার।
তুমি ছিলে থাকবে, তুমি আছো।