ওরা হিংস্র, হায়েনার মতো -
ঠুকরে ঠুকরে উৎকৃষ্টতা ভক্ষণে মত্ত,
সূর্য্য যেমন ধ্বংস করে শিশির কণা,
স্বাধীনচেতা জনতা অঙ্কুরিত হতেই -
নির্জীব করে তুলে, নাগিনীর বিষ ফণা!


ওরা দানব, প্রলয়ংকরী ঘুর্ণিপাকে
ধুমড়ে মোচড়ে পুঞ্জিভূত করা দূর্বিষহ!
নৈতিকতার পিণ্ডি বিসর্জনে -
চিতার দাবদাহ!
অকল্যাণে পূর্ণ করে কল্যাণের সতীদাহ!


ওরা পাষাণ, হরিণীর থেকে শাবক -
ছিন্ন করা মায়ের বন্ধন, বিভৎস!
বুভুক্ষ বৃদ্ধের অন্ন, কেরে নিয়েও ধন্য,
সর্বনাশী পদ্মা, সর্বস্ব ছিনিয়ে নেওয়া -
মুখোশধারী নেতা, ওরা অনন্য!


ওরা লোভি, চৈত্রের তৃষ্ণার্ত কুকুরের -
লালায়িত সূপ্রসারিত জিহ্বা!
গরীবের ন্যায্যতা হরণে সদায় বনিতা!
কুলি , মজুর, আমজনতা -
প্রস্ফুটিত হোক স্ফুলিংগের ন্যায় একতা!