মাটির কথা চাষার ব্যথা
যেন এক রূপকথা।
সবুজ রাঙা তরুলতা
কাব্যের প্রেম গাঁথা।
যথা সংস্কৃতির প্রথা
বাড়বে ভাষার মাধুর্যতা।


ফেবুর পাতা প্রেম তথা,
শুধুই কেবল বাচালতা।
বায়ান্নর নৃশংসতা ৭১'র বর্বরতা,
দিয়ে ভরা'ও কবিতার পাতা-
জাগ্রত হবে স্বাধীনচেতা।


হলে ধর্ষিতা- ঘৃণায় জনতা
শুধুই আজ নিরবতা?
প্রতিবাদী কলমে বাস্তবতা,
লেলিহান কাব্যিক তান্ডবতা।
পদদলিত হবে দস্যুতা
প্রজ্বলিত হোক আমজনতা!!