নালিশ দিয়ে নিজ রাস্ট্রকেই উলঙ্গ করে  কেউ!
দুধে ভেজাল পায় যে গবেষক;
তারই গলায় ছুরি চালায় শাসক!
পরীক্ষা কেন্দ্রে আগুনে পুড়ে মারে ছাত্রী!
গুঁজবে কল্লা দিয়ে তৈরি হয় সেতু!
চাঁদে দেখা যায় মাওলানা সাহেবকে!
ক্যান্টনমেন্টে ধর্ষিত হয়ে মরে অভাগী!
স্বাধীনতা এনে দিলো যে,
তার বুক বুলেটে ক্ষতবিক্ষত করে কিছু শুয়োরের দল!
এ দেশেই জন্ম অথচ শুয়োরগুলোর প্রেম জমে থাকে চাঁদ তারাওয়ালা দেশে!
অদ্ভুত সম্প্রীতির এ দেশ!
সংখ্যালঘু ইস্যুতে নীরব!
এখানে ঘাপটি মেরে থাকে সাম্প্রদায়িক চেহারাগুলো; প্রগতিশীল মুখোশের আড়ালে!
মসজিদ, মন্দির ভেঙেছে শুনলেই
ধর্মের নামে উত্তপ্ত হয়ে উঠে মস্তিষ্ক!
অথচ মানবিক ঘটনায় কি শীতল আবেগ!
গণপিটুনিতে মৃত্যু হয় না কোন মায়ের;
মৃত্যু রাস্ট্রের হয়!
যে রাস্ট্রের অধিকাংশ বসবাসকারী শুয়োর;
সে রাষ্ট্র আমার নয়!


আয়নার সামনে নিজেকে দেখে খুনী মনে হয়!
তুমি, আমি, আমরা সবাই খুনী!
ছেলেকে নিয়ে বের হলেই ভাবতে হয়;
এই বুঝি কেউ চিৎকার করে বলে উঠলো ঐ যে ছেলেধরা!
ভাবতেই ভয়ে আৎকে উঠি!
এই নষ্টদের মাঝে নিজেকে নষ্ট লাগে!
এই খুনীদের মাঝে নিজেকে খুনী লাগে!
এই সমাজ, এই রাষ্ট্র শুয়োরের!
এখানে মানুষের বড় অভাব!
এখানে হত্যার উৎসব হয়!
যে রাষ্ট্রে অধিকাংশ বসবাসকারী শুয়োর;
সে রাষ্ট্র আমার নয়!