আকাশের নীল বুকে
একা উড়ে চলা পাখি;
এলোমেলো তার মন।
দু'চোখে তার মেঘের আলিঙ্গন।
দমকা হাওয়ায়, ভীষণ শুন্যতায়;
উড়ে ভালবাসায়, পথের ঠিকানায়।
উড়ে উড়ে ঘুরে ঘুরে
ফিরে ফিরে আসে নীড়ে;
নীল আকাশে মেঘের ভীরে
নীল সাগরের বালুচরে।
মেঘ ছুয়ে, জল ছুয়ে;
একাকী নীলাকাশে উড়ে।
শুন্য পথের মায়াজালে
কষ্টের গহীন অতলে।
ফেরারী পাখি একা উড়ে ঐ নীলে।