স্বপ্ন দেখতে দেখতে এক সময়
মাথার ভিতরে রুগ্ন বিপ্লবের পোকা ঘুমায়!
ঝকঝকে বিপ্লবে মরিচিকা ধরে!  
নিকোটিনের ধোয়া মেঘ হয়ে হৃদয়ে ভাসে।
অস্থির মন ঘোড়া, ছুটে চলে দূর বহুদূর অজানায়!
হৃদয়ের জমে থাকা মেঘ থেকে জল নামে চোখে!
সেই জলে সতেজ হয় রুগ্ন পোকা!
মাথার ভেতরে জেগে উঠে বিপ্লব;
বুকের ভিতরের জল ভাসিয়ে দেয় পুরো পৃথিবী!
যখনি সে বিপ্লব ছুঁইতে যায় তখনি
একদল এসে বলে, ধীরে ধীরে পা ফেলো;
অন্য দল বলে, এভাবে চললে, বিপ্লব ফিরে যাবে!
দ্বিধান্বিত হয়ে যায় মাথার ভিতরের পোকা!
বিপ্লবের শক্তিতে ভাটা পরে যায়!
অযত্ন অবহেলায়, বিপ্লব হারিয়ে যায়!