কতক মানুষের নেই ঘুম, চিন্তায়
হলো কি-হচ্ছে কি, এই সব ভাবনায় ।
কেন হচ্ছে এসব, কি তারা বুঝবে
মানুষের জ্ঞান সীমিত, পারেনা বুঝতে ।
যা চলছে, সব তাঁর ঈশারাতে
সেই ঈমান ক'জনের আছে?
অতীতের ইতিহাস ছিল, স্বর্ণের যুগ
যা পাঠে হয়তো পাই, একটু সুখ ।
সেই জীবন চায়, অনেকে ফিরে
তা কি সম্ভব, এই জামানাতে ।


স্বপ্ন দেখানো, খুব সহজ
যেখানে থাকেনা, কোন বাস্তবতা
তবু প্রত্যহ, কত স্বপ্নের বর্ণনা ।
আর করে, আফসোস !
বয়স যে তার, প্রায় শেষ  
এখনো দুনিয়াদারি !
খায়েশ পূরণের আছে কিছুটা বাকি
আখেরি জামানা, আলামত তারি ।  
স্বপ্ন চারি ঘুমের ঘোরে, কত কি-যে করে
জেগে দেখে সব ফাঁকা, শুয়ে বিছানাতে !


হাদিসে আছে, কোরোনা আফসোস !
আর বোলো না, যদি এটা করতাম-তবে ওটা হত
কারণ ‘যদি’ বলাতে শয়তান ঘাড়ে চেপে
সব নিয়ন্ত্রণ করে ।
বরং বলো, আল্লাহ যা চেয়েছেন-তাই হয়েছে
এবং যা চাইবেন-তাই হবে ।
এটাই ইমানি শিক্ষা, প্রিয় নবীজীর পক্ষে
তাহলে থাকবেনা আফসোস! কিছুতে  ।।