সাধারণ বলে যারা পরিচয় দানকারী
বড় অভাগা তারা, হে আমার মাতৃভূমি
ব্রিটিশ তাড়িয়ে পাকিস্তানি
অত:পর বাংলাদেশি,
তবুও এখনো আছি জিম্মি !
তোমার বুকে দাঁড়িয়ে, তোমার সন্তানদের
মারছে চাবুক, লাথি !
অথচ ওরা প্রজাতন্ত্রের কর্মচারী
সাধারণের আমানত দারী।


আজ অধিকারের কথা ভুলে গেছি
নেই কোথাও এতটুকু স্বস্তি
বরং উদ্বেগ, উৎকণ্ঠায় কাটে দিনপঞ্জি
সাধারণ বলেই অপরাধী ?
শোষনহীন, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে
যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিলো,
জীবন বাজী রেখে যুদ্ধ করলো
এটাই কি তাদের প্রাপ্তি ?


সাধারণের লুটে, ফুলে ফেঁপে
যারা গ্রাস করে রেখেছে তোমার ভূমি
তুমি কি ঘুমিয়ে, নাকি
নীরব হয়ে দেখছো সবি
তোমার নিরীহ সন্তানদের দাও শক্তি
করো সাহসী, প্রতিবাদী
আর কত কাল মার খাবে, বলো তুমি
তব মিনতি, প্রিয় মাতৃভূমি ।।