কথা ছিলো বোর ধান তুলেই
মাকে কিনে দেব মোটা সুতোর শাড়ি
কথা ছিলো অনূঢ়া বোনটাকে
বিয়ে দেব জৈষ্ঠ মাস এলে তাড়াতাড়ি।
কথা ছিলো বাবার ছানি পড়া
দু’টি চোখের একটি এ বছর কাটাবো
কথা ছিলো মেজো ভাইটিকে
সুখ পাখিটা খুঁজতে মধ্যপ্রাচ্য পাঠাবো।
কথা ছিলো মহাজনের টাকা
বৈশাখ শেষে করবো পুরোটা পরিশোধ
কথা ছিল গাভীটা বাচ্ছা দিলে
মা-বাবাকে খাওয়াবো তিন বেলাই দুধ।
কথা ছিলো ছোট্ট বোনটিকে
ভর্তি করে দেব পাশের কোন বিদ্যালয়ে
কথা ছিলো ফসল ফলাবো
আর সংসারের বোঝাটা নিয়ে যাব বয়ে।