একুশ মানে আমার মায়ের মুখের বুলি
একুশ মানে ভাইয়ের বুকে বন্দুকের গুলি
একুশ মানে রফিক, সালাম, শফি
একুশ মানে ভাষা সৈনিকের হাতে ট্রফি
একুশ মানে মতিন, জব্বার, বরকত
একুশ মানে বাংলার দাবিতে সবাই একমত
একুশ মানে বাংলায় গাঁথা শব্দের মালা
একুশ মানে টুটানো বদ্ধ মুখের তালা
একুশ মানে আবদুল জব্বারের কণ্ঠে গান
একুশ মানে বাংলার জন্য শহীদের রক্ত দান
একুশ মানে বাঙালি কবির ঢের কবিতা
একুশ মানে বাঙালির রক্ত যায় না বৃথা
একুশ মানে বিশ্ব দরবারে বাংলার স্থান
একুশ মানে মায়ের ভাষার রাখা মান
একুশ মানে বিশ্বের ঘরে ঘরে বাংলা বই
একুশ মানে বাংলায় প্রাণখুলে কথা কই
একুশ মানে ঘরে ঘরে রবি-নজরুল
একুশ মানে শিশুর মুখে মিঠা বাংলা বোল
একুশ মানে বাংলা কবিতার শ্লোক
একুশ মানে এক সারিতে বিশ্বলোক
একুশ মানে গানে গানে লালন হাছন
একুশ মানে বাংলা বাংলা বলে নাচন
একুশ মানে বাংলা বর্ণমালার মেলা
একুশ মানে বাংলা বর্ণে বর্ণে গাঁথন খেলা
একুশ মানে বাংলা করে অন্তরে অন্তরে বাস
একুশ মানে শব্দচাষীর মনে বাংলাভাষা চাষ।