খুকী ঘুমকাতুরে ঘুমকাতুরে
জাগিস্ না কেন ডাকলে তোরে?
চোখ খুলে তুই একটু দেখ্
বেলা যে এখন বারোটা এক!
মধ্যাকাশে সূর্য, পাঠ গেছে লাটে
আমি যাচ্ছি বটতলার ঐ হাটে।
তোর জন্য আনতে শাড়ি, গয়না
আর বিশাল একটি আয়না।
খুকী ঘুমকাতুরে ঘুমকাতুরে
কিনে দেবো কর্ণ ঝুমকা তোরে।
এবার তুই ঘুম থেকে উঠ্ না
নইলে হবি বুড়ি, এক কোটনা!