জানো চারু?
সন্ধ্যের পর আমি আর
ঘরে থাকতে পারি না।
তুমি যখন বারান্দায় বসে,
নিজেকে বিলিয়ে দাও আঁধারে!
তোমারে তখন সযত্নে পাহারা দেয়
জোড়া দেবদারু!


আমি তখন লজ্জা শরমের
মাথা খেয়ে খেয়ে তোমারে দেখি।
মনে হয় নক্ষত্ররা খসে খসে পড়ছে!
মাথার উপর সজোরে খসে পড়ছে রাত!
আমার চোখে মুখে এতোটা বিস্ময়,
কারন তুমি;
আমি কখনো বেতের চেয়ারে
দোল খেতে দেখিনি আকাশের চাঁদ।