হিম ঘরেতে বসে বসে
রহিমচাচার গরম লাগে,
গ্রীষ্মকালের রোদে থেকে
সর্দ্দি, কাশি, ঠান্ডায় ভোগে।


রহিমচাচা ঠিক করে যে
এবার পূজায় দিল্লী যাবে,
যাবার বাহন ঠিক করা কি
কাজটা এতই সহজ হবে?


তার ধারণা প্লেনে চড়ে
সময় লাগে বড্ড বেড়ে,
বরং যদি বাসে সে যায়
সময় বাঁচে, শরীরটা সহায়।


কাজের কাজটা করতে গিয়ে
মন্ত্রীমশায় তাকে সাথে নিয়ে,
যাব বলে সে রাষ্ট্রপতির কাছে
চাচা বলে তার কাজ যে আছে।


রাষ্ট্রপতির তখন চিন্তা ভারী
রহিমচাচার কেন হচ্ছে দেরী,
দশের সাথে যে দেশের ক্ষতি
কেউ বোঝে না তার মতিগতি।


চাচা আমার কাজের মানুষ
ফালতু কাজে তার হয়না হুঁশ,
ওঠানামার টাটকা বাজার দরে
ফিরবে সে মস্ত বাণিজ্য করে।
        --------