যেদিন আমি চলে যাবো অনেক দূরে-
রাখবে কি সেদিন আমায় মনে?
প্রতিদিনের কাজের ফাঁকে ফাঁকে
খুঁজবে কি আমায় একমনে?

যেদিন আমি থাকব না আর তোমার আশেপাশে-
যেদিন আমি হারিয়ে যাবো মাঠের সবুজ ঘাসে,
যেদিন আমি ওই আকাশের তারা হয়ে জ্বলবো-
যেদিন আমি সমুদ্দুরে প্রবল ঢেউ তুলবো-

সেদিন কি তোমার মনের মাঝে
স্মৃতিগুলো যত্নে রয়ে যাবে?
প্রতিদিনের কাজের ফাঁকে ফাঁকে
আমার কথা মনে পড়ে যাবে?

শুকনো পাতার মতো দিনগুলো
যদি ঝড়ে যায় একে একে,
যদি গোধূলিবেলায় কান্না পায়
সূর্যের ডোবা দেখে।

তবে তখন ঘরে এসে
মনের খাতা খুলো,
স্মৃতিপথে হেঁটে যেও
উড়িয়ে প্রাণের ধুলো।

মন দিয়ে আমায় বুঝো,
আমায় ভালবেসো-
হৃদয় দিয়ে মনের খাতায়,
আমার ছবি এঁকো।