একদিন বলেবো তোমায়-
তোমার নামে কতো কবিতা লিখেছি
আমার তিন আঙুলের মায়ায়
কতো সহস্র সন্ধ্যায় তোমার শূন্যতা
অনুভব করেছি চাঁদের ছায়ায়,
নিলক্ষা আকাশ নীলে চেয়ে কতবার
মন বার্তা পাঠিয়েছি তোমার ঠিকানায়।

একদিন বলবো তোমায়-
হাজারো মন খারাপের দিনে আমার
ভাবনা জুড়ে কতটা বিস্তৃত ছিলে তুমি
কতবার আমার কাল্পনিক শহরে তোমার
অদৃশ্য উপস্থিতি তে আনমনে হেসেছি আমি,
তোমায় খুঁজতে একাকী দিগন্তে নিরন্তর
অতিক্রম করে চলেছি কত ভূমি
তুমি হীন কত মুহূর্ত দীর্ঘশ্বাসের
বেড়াজালে অবরুদ্ধ ছিলাম আমি।

একদিন বলবো তোমায়-
তুমি নামক অপূর্ণতায় কত মাত্রায়
আর্তনাদ ঝড় বয়ে ছিলো এ মনে
কতো বিকেলে তুমি না থাকার অভিমানে
একমুঠো বিষাদ জমিয়েছি হৃদয় কোষাগারে,
তোমার সনে ফিসফিসিয়ে ভাব বিনিময় করতে
না পারার আক্ষেপে পুড়েছি কতো আঁধারে
তোমায় নিয়ে একাকী নিজের সাথে গল্প
জমিয়েছি কত নির্ঘুম প্রহরে।