কতো শত ভাবনার বেড়াজালে বন্দি তোমার জীবন
পাওয়া না পাওয়ার হিসাব-নিকাশে ব্যস্ত সারাক্ষণ।
‘আরেকটু বেশি’ পাওয়ার আকাঙ্ক্ষাতে অতিবাহিত হয় যৌবন,
তবুও কি হয়নি পাওয়া যতটুকু তোমার প্রয়োজন?

ভেবে দেখ ভাই সময় বেশি নাই,সন্তুষ্ট হবে কবে?
সাময়িক মোহে অন্ধ না হয়ে জাগ্রত হও তবে।
স্রষ্টা তোমায় দিয়েছে অনেক সম্পদ কিংবা সুযোগ,
কতটুকু তুমি পেরেছ করিতে যথাযথভাবে প্রয়োগ?

টাকার অভাবে খেতে পায় না কত শত পরিবার,
ধনী-গণি শ্রেণি এগিয়ে আসেনা সাহায্য করিবার।
দু’চোখের অশ্রু ঝরিয়ে তারা ক্লান্ত কন্ঠে বলে —
‘এমন কাউকে পাঠাও প্রভু সাহায্য যে করিবে।’

তোমার দানেই থাকবে ভালো অভুক্ত কিছু প্রাণ,
স্রষ্টার নিকট তোমার সম্মান হবে না তো কভু ম্লান।
গোপনে বিলিয়ে দেওয়ায় আনন্দ বেশি মনে রেখ চিরকাল,
যতো বেশি দিবে ততো ভালো হবে চিরস্থায়ী পরকাল।