একটি প্রশ্ন করো নিজেকে
কি ভাল লাগে তোমার ?
তুমি কাকে খুঁজে চলেছ অনন্তকাল ?
একটি মন না একটি মানুষ ?
যে গাইবে, শুধুই তোমার সুরে,
লিখবে শুধুই তোমার কথা,
বুঝবে কেবল তোমার ভাষা,
যার সকাল হবে তোমার গানে,
রাত নামবে তোমার চোখের পাতায়,
সব ইচ্ছে ছিঁড়ে সে রইবে শুধুই তোমার !
উৎকণ্ঠা তার বক্ষ জুড়ে, তোমায় নিয়ে
রইবে না চিন্তার অবকাশ……
থাকবে না কোন স্বপ্নের বিরম্বনা……
তার গভীর চোখের আয়নায়
নিজেকেই কেন খুঁজবে বার বার ?
খুঁজবে কোন ছায়া, তার সময়ের হিসেব ?
অভিযোগ সাজিয়ে রেখে
উষ্ণতার দাবী, অভিনয় নিরন্তর !!
ভোরের আলোয় জীবন যান্ত্রিক
প্রশ্ন কোরো একবার নিজেকেই--
তুমি তার আশ্রয় না ভরসা ?