বাবা হলেন শৈশবের প্রথম দেখা নায়ক
বাবা মোদের হাতে ধরার প্রথম লাঠি ।
বাবার কাছে থাকে সকল হাসির চাবিকাঠি,
বাবা হন ছোটবেলার আবদারের জীয়নকাঠি।


বাবার হাতে জীবনে প্রথম সাইকেল শেখা,
বৃষ্টির দিনে দুজনের একসাথে সেই কাকভেজা
বাবা হন ছুটির দিনে দুপুরে গল্পদাদুর আসর
কখনো বা বাবা আমার ছোট্ট খেলার সাথী ।


বাবার হাতে প্রথম কলম ধরা শেখা
কিমবা নতুন যত মজার ছড়া বলা
অজান্তে যত বাবার সাথে কত খুনসুটি
বাবা তবু আমাদের ঘুম পাড়ানোর মাসী।


বাবারা হলেন কৈশরের প্রথম শাসনবিধি,
তবু তিনি মাথার উপর মস্তবড় ছাতি
বাবারা থাকেন জীবন নৌকার প্রধান নাবিক
ঝড়ের শেষে বাবা দেখি মোর অটল অনড় সাথী।


বাবারা হলেন সব অন্ধকারের দৃষ্টি প্রদীপের আলো
কখনো থাকে বাবার বুকে অভিমানের মুখ লুকানোর হাসি ।
বাবা মোদের অমর বীরশ্রেষ্ঠ প্রথম সাহসী পুরুষ
জগতে বাঁচাতে শেখাবার এক আশ্চর্য মানুষ।


বাবা হলেন মোদের দুচোখের মনি
জীবনের সব শক্ত দিনের শেষে বাবারা সব সময়
পাশে থাকার মানুষ।