আজ কি বলিবো পিতৃব্য,
নাহি করি তিরস্কার তব
মোর ক্রোধ অগ্নিশিখা জ্বলে,
ওই নিম্ন নর বীরবরের তরে
কী কারণে তব হেলায় করিলে
এই পঙ্কিলসম হীন কর্মসম ।


আজ এই নিকুম্ভিলা যজ্ঞগৃহে
করিলে কুল,জাতি,মান নাশ
কুলের কালিমা তব নাহি মুছিবে
তব হীন রাঘব দাসের দাসে
জিতেন্দ্রীয় আমি,করিব রঘু কুলনাশ
ঔ নরাধম সবে করিব শ্মশানসম
অরিন্দম কহিলা বীরপুরুষ আমি ।


বীরেন্দ্র কহে, হে রক্ষ অনুজ তাত
ভীমসম মোর পিতৃব্য দশানন কনিষ্ঠ,
ত্রিলোকজয়ী পিতা কুলশ্রেষ্ঠ
কুলদেবতা দিগম্বর যেথা
শঙ্কা নাহি মোর হারিবার তরে ।


সব শুনে কহে কনিষ্ঠ নিকষা নন্দন
রঘুনাথ পুরুষত্তম দাস আমি
পাপের ভাগী হব কিরূপে
শান্তি তব তার চরণ আশ্রয়ে মোর
পরম ব্রম্ভ যে তিনি ।


সঞ্জয় কুমার মুখোপাধায়
কলকাতা