রঙিন গ্লাসের রঙিন পানীয় কত কথাই না ফাঁস করে যায়,
মনের কোনায়,লুকিয়ে থাকা দুঃখ,বেদনা যেন মন ভুলিয়ে  যায়
রাতের মজলিস নিয়ে আসে  নতুন ভাবনা সুপ্রভাতের ।


কন্ঠে বাজে আকতারী তান,পেয়ালার খোঁজ তখন চলে অবিরাম ।
দেশ ও দশের মধ্য থেকে নতুন রঙমহলের কথা,
কিমবা চলে রাজনৈতিক টানাপোড়েনের ভাষা ।
আবার কখনো বা হারিয়ে যাওয়া কিছু সুখের কথা
অথবা খেলার হার জিতের নিছক গল্পকথা ।


সবার রঙিন স্বপ্ন দেখা হারিয়ে যায় এক পলকে,
উধাও সব গভীর  রাতের গহন মনের অন্ধকারে ।
পর কে কাছে আপন করে শুধু কি মিছে ভালোবাসা,
নাকি গোপন কথার বেরাজালে নিছক কিছু  লুকিয়ে  রাখা ।


রাতের প্রহর শেষে শুধু নতুন ভাবনা বেঁচে থাকা,
রঙিন জলের রঙ তখন মিঠে জলের পরিভাষা ।  
সব কিছু ছিল খোলা মনে রঙিন জলে ডুব দেওয়া,
আমারা যে সবাই রঙিন জলের পেয়ালা ।