অামার মনের সুখের মাঝে তোমার করুণানিদান
নতমস্তকে তব পদযুগলে করি, সুধুই যে তোমার আহবান ৷
অামার সকল ধমনীতে যে বানভাসি তোমার বানীর ধারা হে দয়াবান্‌   ৷
সঁপেছি যে মোর জীয়নকাঠী তোমার চরনে হে কৃপানিধান


সারা জীবন পাথেয় যে তোমার পথের বিধান এই অন্তঃরে৷
কালের প্রভাব কভু না দেয় কলিমা মোর মন্দিরে l


জীবনযুদ্ধে যা কিছু পাওযা সে তো নীলমাধবের দরবারে ।