আমি দিকহীন শূন্য এক তপ্ত শৈবলিনী
ছুটে চলেছি বহুযুগ ধরে কৈশোর,যৌবন কাল ভুলে  
আমি আজ পথ ভ্রষ্ট এক অজানা পথের পথিক
নেই আমার সেই কলরব,নেই আর গতি ।


মোর প্রবাহিত বাহ যে আজ বড়ই ক্লান্ত সিক্ত
খোঁজে এক নতুন পরিজন যেন অধরা স্বপ্নের ডানা মেলে
পাই খুঁজে কখনো তাঁকে খুব কাছে, ক্ষণিকের আশা জাগে  
আবার ছুটে চলে যায় সে নিমিষে সব স্বপ্ন ভেঙে
অবুঝ যে তাঁর মন থাকি সব জেনে নির্লিপ্ত।

কেন হয় এই বার বার পরিহাস সব কিছু জেনে
অশান্ত তাঁর মন কবে হবে স্নিগ্ধ নিজগুণে
ক্লান্ত এই পথিক ফিরে পাবে অচ্ছিদ্র পরিজন ।
নতুন আশায় যে মোর বেঁচে থাকা
বিশ্বাস আছে যে তাঁর প্রতি সব ফিরে পাওয়ার ।


আজ মনে হয় দিক আছে ঠিক নিজ অবস্থানে
শুধু প্রবাহের ধরা দেবে সময়ের  গতির কাছে
আমি আবার খুঁজে পাব আমার জীয়নের মানে
স্বপ্ন সত্যি হবে সবার কাছে।  


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬