প্রাতঃকালের নতুন আলোয় শুরু নতুন করে পথ চলা
রাতের আঁধারে বিধির বিধান মেনে প্রত্যহ সবার মৃত্যু বরণ করা
চিন্তা দুঃখ শোক আনন্দ তৃপ্তি থেকে হৃদয় হয় যে বহুদূর
প্রভাত কালের সূর্যের আলোয় পুনঃ নতুন জীবনমুখ ।


মোর আন্তঃগরিমা কভু না দেয় কারো আন্তঃগ্লানির ব্যথা
ক্রোধের প্রকাশ কভু না করে হৃদয় মাঝে বাসা  
রামধনুর ওই সপ্ত রঙে রাঙিয়ে রাখি সবার গৃহের আশা
ভালবাসাকে কে আপন করে, যেন পূরণ করি সকলের প্রত্যাশা।


আপন সকল নিজ গৃহে,পর কে কোথা কবে
আজ এই বড়দিনে তাই মোরা করি অঙ্গীকার
মনের আঁধার মুছে দেব সকল আজ চিরদিনের তরে
সুখে দুঃখে চিরকাল মোরা থাকব দিৃঢ় সবের পাশে ।


মিথ্যা মোহের অহংকারে যে শুধুই পরকীয়া দেখা, জীবনকে তা ব্যথিত করে
দূর করে সকল প্রকৃত ভালোবাসা ।
পর কে ভুলে আপনকে আপন করে যে সবার মাঝে থেকে
জীবন সত্য যে লুকিয়ে আছে চিরকাল তাই সবকে আপন করে
সংসার করে, সুখ সাগরে সে যে মেকি ক্ষণস্থায়ী জেনে ।


সত্যি যদি ভালোবেসে থাকো সবে জীবনে চলার পথে
ভুল যদি হয় হোক না তোমার জীবনে চলার পথে  
কভু না করো জলাঞ্জলি নিজ ভালোবাসা অনুভূতি তাঁর প্রতি
ক্রোধের প্রকাশ ঘটে যদি বা ঘটে তা মনের অন্তরালে,
মনের ক্লেশ কভু না করে বাসা আপন হৃদয় মাঝে ।


জীবন বড়ই ক্ষণস্থায়ী এই মহাকাশে
জীবনযুদ্ধে সেই হয় জয়ী পরকে যে আপন করে
মনের কালিমা তাই দাও ফেলে দাও আজি
সকলকে প্রকৃত ভালোবেসে যেন আপন গৃহ রচি।


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬