লৌহ গরাদ বেষ্টনীতে
বন্ধ ঘরের এক কোনায়,
দিবালোকে রাত্রিযাপন
কেটেছে কত নিঃসঙ্গ প্রার্থনায় ।


বিপ্লবের ওই দিনগুলো করেছে,যখন হৃদয় দূর্বার
অন্ধকারে আকাশের নীচে হয়েছে কত বিনিদ্র শয়ন
রচিত হয়েছে গোপনে কত বিপ্লবের জয়গান
গভীর রাতের চন্দ্রিমার আলো পথ দেখায় বারংবার ।


অতীতের বাঁধন ছেড়ে দিয়ে মোরা নতুন পথ যে খুঁজি
সবাই মিলে তাই শক্তি মন্ত্রের দীক্ষা গ্রহণ করি,
রক্তের নদী বয়ে চলেছে যে দেশের আনায় কানায়
কত মায়ের অশ্রুজলে ভিজেছে আঁচল সন্তানহারায় ।


কালের দিনের শেষ হবে কবে বিনিদ্র রজনী যে কাটে  
নতুন দিনের স্বপ্ন চোখে শুধুই অপেক্ষা ভবিষ্যতের   ।
রক্তে ভেজা বুকের মাঝে লেখা হয়েছিলো কত ইতিহাস
কত দুঃখের অজানা কথা বেদনার, আজ পরিহাস ।


নেই কি কোন মানব দরদী, কখন জ্বালাবে জিয়ন কাঠী
নতুন দেশ গড়ার কাজে দেবে আন্তঃ-বাসনার বলি ।
স্বপ্ন যখন ভেঙ্গে গেল চোখ মেলে চেয়ে দেখি
সামনে শুধু পরে আছে লালা গোলাপের ডালি ।


রক্তে ভেজা কাগজে শুধু একটু লেখা –
করেছিলাম চেষ্টা হতে পারি নি সফল,
হে মাতৃভূমি তোমায় যে খুব ভালবেসেছিলাম আমি
ক্ষমা করো পারি যে নি রক্ষা করতে তোমার সকল গ্লানি ।


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬