পাগলি সেদিন একটু খেতে চেয়েছিলো
কোলে ছিল কোন অজানার পাপ
পাগলি মা হয়েছিল,
পেয়েছিল মায়ের প্রসব ব‍্যাথার স্বাদ
মনে তার রোজ সমাজের বেদনার আর্তনাদ।‌


পাগলির মনের অন্ধকারে ক্ষনিকের আশার আলো
প্রত‍্যহ চোখে সেদিন কলঙ্ক মাখা রাত
বেশ‍্যার অপবাদ নিয়ে পাগলির জগত কালো
পাগলি মা হয়েছিল।


পাগলির খিদে পেয়েছিল, রাস্তা ধারে
কুড়িয়ে খাওয়ার ঊচ্ছিষ্ট পেটের পাপের
অধীকার ছিলো।
আর কত না বিষ দিয়ে যায় ওই লুন্ঠিত দেহে
পাগলী মা হয়েছিল।


পাগলির ছিলো না সংসার
ছিলো না স্বামীর কোনো নাম
তবু পাগলির ছিল মায়ের মমতার স্বাদ
কেন না পাগলি মা হয়েছিল ।


পাগলির পাপ অজানা ছিলো
কোলে শুয়ে হয়ত ভবিষ্যতের যিশু
ঘোচাবে পাগলি হবার অপবাদ
কারণ পাগলি যে মা হয়েছিল ।