নগ্ননতা কি আমাদের অভিসাপ?
চারিপাশে কখনো দেহের,
কখনো বা মনের অন্তরে নগ্নতাকে যখন দেখি।
কল্পনার সাগরে সেই ঢেউ গুলো
মনে গতি প্রবল করে দেয়।
ঢেউয়ের ওই সাদা ফেনা
সব নিমিষেই ফনা তুলে জানিয়ে দেয়
আমরা আছি,থাকবো,
আবার পরেই নতুন ঢেউয়ের আগমনে
তাই হয়  বিলুপ্তির পথে।


ইতিহাস এই নগ্ননতা নিয়ে শুরু,
প্রাগৈতিহাসিক সেই নগ্নতা তো ছিলো
মানুষের অধিকার,
ছিলো না তাতে কপটতা, কৌলীন্ন,অভিযোগ ।


নগ্নতা নিয়ে আজ মানুষের যে আরও হীনতা,
নিজের নিজের দূনিয়ায় সে দেখায় মনের নগ্নতা,
দয়া হয় ওই নগন্য মনের নগ্নতা দেখতে।
আজ আপনকে পর করে,
পরকে আপন করেছে ওই তোমার ‘নগ্নতা’।


সমুদ্রের প্রবল ঢেউয়ের রাশি
কি পারে না কি মুছে দিতে
তোমাদের এই নিলজ্জ নগ্নতাকে,
আবার এক নতুন আলো দিতে
যাতে নগ্ন দেহে থাকে শুধু
সেই প্রাগৈতিহাসিক নগ্নহীন মন।