প্রেম মনে কি কখনো বলে আসে মনে,
আসে অন্তরালে অজানা সমর্পণে।
হঠাৎ এক দিবস বা রাতের মাঝে,
কৈশরের যখন প্রথম এক ভালো লাগা,
নিরবে মনকে কাছে ডাকে।
বাগদেবীর আরাধনার মাঝে,
নিজের স্বপ্নকে দেবী পদতলে রেখে,
কখনো এক অজানা আকর্ষণে,
প্রেম জীবনে প্রথম পা হয়ত রাখে।
কৈশরের গন্ডির সন্ধিক্ষণে,
যৌবনের আগমনে বসন্ত এসেছিল মনে।
হয়তো বাগদেবী পূজা উপলক্ষ ছিল,
পরকে মনে আপন করে নিয়েছিল।
আসলে কৈশরের নতুন রূপে,
নিজেকে নতুন করে চেনা নবরূপে।
সব লুকিয়ে থাকে আর চারটে দিনে,
বাঙালির প্রথম প্রেম বাগদেবীর চরণতলে।