এ আমার মাতৃভূমি রাষ্ট্রপুরুষ গাঁথা
দেশের নাম ভারতবর্ষ ভরত রাজার ভালোবাসা।
বীরবলীয়ান রুদ্রপ্রতাপ সন্তানের জননী ভারতমাতা।


মহাবলীয়ান পুরুষ সিংহ সব জন্মেছে যে দেশে,
নামের গরিমা গড়েছে শোপান সকল বিশ্বমহাদেশে ।


পবিত্র এই ধরীত্রির পরম পীঠস্থান ভারতভূমি,
যুগ যুগ ধরে রাজা রাম আর কেশব রাজের,
আমার এই পরম ধর্মভূমি ।


যেথায় বীর শিবাজী,মহারানা প্রতাপের রচিত অমরকথা,
হেথায় বালাজী রাও,রন্জিত সিংহের বীরবিক্রমের হয় জয়গাঁথা,
এথা রাজা মান সিং,সিরাজদৌলা,মীরমদনের দেশভক্তি গাঁথা।


যেথায় বীরসুভাষ,ভগত সিংহের নামে মানুষ করে অমরবানী,
এথায় যতীন্দ্রনাথ,ক্ষুদিরামের অসীম সাহসের আত্মবলীর ছবি ।


মাষ্টারদার,মাতোঙ্গিনীর অমর বলীদানের গাঁথা,
আত্মবলী অহংকারের রয়েছে কত ইতিকথা,
স্বাধীন ভারতে সকলে করে জীবন জয়গাঁথা ।


বিপ্লব আর দেশভক্তির নেই কম এই দেশে,
শহীদের জয়গানে প্রতিটি মানুষ দেশের নামে
সীমান্তে কীর্তিগাঁথা রচে প্রতিটি দিনে।


ভারতবর্ষ জগতসভায় নহে একটুকরো ভূমি,
এদেশ চিরকাল অভিন্দনের ভূমি সবার বন্দনার ভূমি।
নদীতে নদীতে মা গঙ্গার দেখা মেলে যেথা,
প্রস্ত‍রে প্রস্তরে ভারতভূমি শঙ্করের পূজ্যভূমি।
যুগ যুগ ধরে এদেশ সবার অর্পণের ভূমি,ভারত
মাতা তুমি আমার চিরকালের তর্পণের ভূমি ।


বারবার শত্রু দিয়েছে হানা,যাতনা যত সৃষ্টিছাড়া,
নিসঃফল সব বৃথা চেষ্টার,বীর ভারতীয়ের বলে।


প্রয়োজনে দেশ দিয়েছে কত ভাতৃত্বের  জয়গাঁথা,
আজও অতন্দ্র অটল পাহারায় মোর বীর ভারতীয় সন্তানেরা ।